কর্মীর করোনা শনাক্ত, ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস বন্ধ ঘোষণা
দৈনিক সমসাময়িক প্রতিবেদন
২১ নভেম্বর, ২০২০
এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের সঙ্গে কোনো জরুরি প্রয়োজনে ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০ নভেম্বর দূতাবাসের এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার নিমিত্তে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে আরও জানানো হয়, দূতাবাস বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে সেবাপ্রার্থীরা consuldhaka@mofa.go.kr ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।