এমপি’র সাবেক (তালাকপ্রাপ্ত) স্ত্রী’র অভিযোগ
দৈনিক সমসাময়িক প্রতিবেদন
১৮ নভেম্বর, ২০২০
তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হকের তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা আক্তার লিজা। বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি এনামুল হক। অভিযোগ অস্বীকার করে এমপি এনামুল হক বলেন, লিজাকে অনেক আগেই তালাক দেয়া হয়েছে। কিন্তু সে তালাকের কাগজপত্র গ্রহণ করেনি। ফলে স্বাভাবিকভাবেই তালাক হয়ে গেছে। তালাকের পরও ব্যক্তিগত কারণ দেখিয়ে আমার কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়েছে। এর সব ডকুমেন্ট আমার কাছে আছে।
সংবাদ সম্মেলনে লিজা বলেন, তথ্যপ্রযুক্তি আইনে আমার নামে মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এমপি এনামুল হক প্রভাবশালী হওয়ায় আমি সুবিচার থেকে বঞ্চিত হচ্ছি। কোনো আইনজীবী আমার পাশে নেই। বিভিন্ন ধরনের ভয়ভীতির মধ্যে রয়েছি। লিজা আরও বলেন, আমি এখন পর্যন্ত এমপি এনামুলের স্ত্রী। আমি তালাকের কোনো কাগজপত্র পাইনি। ফেসবুকে পোস্ট দেয়ার অপরাধে এমপি এনামুলের ব্যক্তিগত সহকারী বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আমার বিরুদ্ধে গত ২৫ জুন তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। এ মামলা প্রত্যাহারের জন্য এমপি এনামুল আমার কাছে ২৫ লাখ টাকা দাবি করেছেন।