ভাংচুর ও লুটপাটের অভিযোগ
সমসাময়িক প্রতিবেদন
১৩ সেপ্টেম্বর ২০২০
মাগুরায় ওয়াপদা স্ট্যান্ডে যাত্রীছাউনি নির্মাণের ঘটনা নিয়ে শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ৯টি বাড়ি এবং একটি তুলার কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার সকাল ৯টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর, নাকোল এবং রায়নগর গ্রামের শতাধিক লোক জড়ো হয়ে ৯টি বাড়ি ও একটি তুলার কারখানায় ভাংচুরের পাশাপাশি বিভিন্ন বাড়িঘর থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
উল্লেখ্য মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাজারে জেলা পরিষদের পক্ষ থেকে একটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বাজারের কিছু ব্যবসায়ীর চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় কয়েক ফুট সরিয়ে নির্মাণকাজ চালানোর দাবি জানান তারা। শনিবার সকালে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাজারে নির্মাণকাজ শুরু করলে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন।