কুষ্টিয়ার দৌলতপুরে এমপি’র ভাই সন্ত্রাসী হামলায় নিহত
দৈনিক সমসাময়িক প্রতিবেদন
২৯ অগাস্ট, ২০২০
আততায়ীর হাসুয়ার আঘাতে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ’র ফুপাতো ভাই হাসিনুর রহমান নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুরে নিজ গ্রাম ফিলিপনগর থেকে মোটরসাইকেলে যাওয়ার সময় পিছন থেকে তার ওপর হামলা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৌলতপুর থানার পরিদর্শক নিশিকান্ত সরকার জানান, নিজ বাড়ির কাছেই এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে ওঁত পেতে থাকা আততায়ী পেছন থেকে এসে হাসিনুরকে হাসুয়া দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় মোটরসাইকেল চালক জব্বার আলী সামান্য আহত হন। হাসিনুরকে স্থানীয়রা দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠিয়েছেন পুলিশ, জানিয়েছেন এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। এরইমধ্যে হামলাকারী সন্দেহে মুজিবুর রহমান বয়াতি নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, মুজিবুর রহমানের এক বছর বয়সী ছেলে হত্যার ঘটনা মীমাংসায় মধ্যস্থতার চেষ্টা করছিলেন এই হাসিনুর। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিলো।
নিহতের স্বজনরা জানায়, হাসিনুর রহমান আওয়ামী লীগীর রাজনীতিতে সক্রিয় ছিলেন। সংসদ সদস্যের অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুরই দেখভাল করতেন। তিনি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। মানুষের প্রয়োজনে পাশে থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
এদিকে হাসিনুর নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ভিড় করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।